লাইফস্টাইল রিমাইন্ডার

ঘরের কাজে পুরুষের অংশগ্রহণ কি অশোভন কিছু?

sukunpublishing.com

রিয়াদুস সালেহীনের ব্যাখ্যাগ্রন্থে শাইখ ইবন উসাইমীন রাহিমাহুল্লাহ বলেন, ‘যখন কোনো পুরুষ ঘরে অবস্থান করে, তখন সুন্নাহ হলো যে—তিনি নিজের চা নিজে বানিয়ে খাবেন, যদি রান্নাবান্না পারেন তো নিজের এবং পরিবারের সকলের জন্য রান্নাবান্নাও করবেন এবং ধোঁয়া-মোছা করার মতো কাজও যদি থাকে, তাতেও হাত লাগাবেন। এই সমস্তটাই আল্লাহর রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।

আপনি যদি এসব করেন তাহলে আপনি নবিজীর সুন্নাহ পালনের সওয়াব পেয়ে যাবেন। তাছাড়া, এই কাজগুলো আপনার এবং আপনার স্ত্রীর মধ্যকার ভালোবাসার সম্পর্কটাকেও মজবুত করে। পরিবারের লোকেরা যখন দেখবে যে আপনি তাদেরকে ঘরের কাজে সাহায্য করছেন, তখন আপনার প্রতি তাদের ভালোবাসা আর সম্মান অনেকগুণ বেড়ে যাবে’।

রেফারেন্স:
শরাহ, রিয়াদুস সালেহিন, ৩/৫২৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *