আসমাউল হুসনা

আসমাউল হুসনা – ০১

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি নাম আর রাহমান ও আর রাহীম, তথা, পরম দয়ালু ও পরম করুণাময়। মহান আল্লাহ তায়ালা অসীম দয়া করে আমাদের সৃষ্টি করেছেন। মা তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ তার বান্দার উপর তার চেয়ে অধিক দয়ালু।

তাঁর অপরিসীম দয়ায় তিনি আমাদের  কাছে নবী-রাসূল প্রেরণ করেছেন।  

আমাদের সরল-সঠিক পথের সন্ধান দিয়েছেন। অসংখ্য অগণিত  নিআমতে পরিপূর্ণ করেছেন। আমরা পরিপূর্ণভাবে তাঁর দয়ার সরোবরে অবগাহন করছি। তাঁর করুণা ও দয়া দুনিয়া ও আখিরাতে ভরপুর। তাঁর দয়া ব্যতীত কোন কিছুই সহজ ও সুন্দর হয় না। কোনো উদ্দেশ্য তাঁর দয়া ব্যতীত অর্জিত হয় না।

আমরা সর্বদা মহান আল্লাহর দয়া ও করুণার মুখাপেক্ষী। জীবনের একটি মুহূর্তও তাঁর দয়া ছাড়া আমাদের চলে না। মুত্তাকি ও সৎকর্মশীলদের ওপর তিনি পূর্ণ ধারায় দয়া ও করুণা বাহিত করেন এবং অপরিসীম কল্যাণ দান করেন। আসুন আমরা বেশি বেশি সৎকর্ম করি আর তাঁর অসীম করুণায় সিক্ত হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *