আমি একজন রোজাদার…
রাগ মানুষের একটি আচরণগত দিক। এর মন্দ প্রভাব অনেক বেশি। রাগী মানুষকে কেউ ভালোবাসে না। এ কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে রাগ করতে নিষেধ করেছেন এবং রাগ সংবরণকারীকে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
রামাদান হলো সংযম ও ধৈর্যের মাস । এ মাসে আমরা রাগ ও ক্রোধ সংবরণ করার প্রাণপণ চেষ্টা করতে পারি। রাগ থেকে বিরত থাকার অনুশীলন করতে পারি।
পাশাপাশি রাগ ও ক্রোধ যে কারণে সৃষ্টি হয় এমন সব অপরাধ, তর্ক-বিতর্ক, মারামারি-হানাহানি, হিংসা-বিদ্বেষ ইত্যাদি থেকেও বেঁচে থাকার চেষ্টা করব।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করতে উদ্যত হয়, তাহলে সে যেন বলে— ‘আমি একজন রোজাদার’। (১)
রেফারেন্স:
(১) ইমাম বুখারি, সহিহ বুখারি, হাদিস নং ১৯০৪