‘শব্দে আঁকা স্বপ্ন’...

কেউ কেউ ইট আর পাথর দিয়ে নির্মাণ করে তার স্বপ্নের ইমারত। কেউ কেউ কাস্তে-কোদাল আর লাঙল দিয়ে প্রস্তুত করে তার স্বপ্নের সীমারেখা।

বুকের মধ্যে খুব যতনে আমরাও একটা স্বপ্নকে লালন করি এবং সেই স্বপ্নকে আমরা আঁকতে চাই কেবল শব্দ দিয়ে। শব্দ দিয়ে আমরা ঢুকে যেতে চাই মানুষের মস্তিষ্কের অন্দরমহলে। তাই, নিজেদের জন্য আমরা একটা স্লোগান তৈরি করেছি। আমাদের সেই স্লোগান হলো—শব্দে আঁকা স্বপ্ন..

কেন সুকুন পাবলিশিং?

লক্ষ্যবিহীন যেকোনো কাজ উত্থাল সমুদ্রের সেই লক্ষ্যবিহীন জাহাজের মতো যার নির্ধারিত কোনো গন্তব্য নেই। প্রকাশনা জগতে সুকুন পাবলিশিং সেরকম কোনো দিকভ্রান্ত জাহাজ হতে চায় না যারা জানে না সমুদ্রের কোন তীরে তাদের নোঙর ফেলতে হবে। সুনির্দিষ্ট কতিপয় লক্ষ্যকে সামনে রেখেই প্রকাশনা জগতে সুকুন পাবলিশিংয়ের আত্মপ্রকাশ।

মননের পরিবর্তন

মানুষের মন নিঃসন্দেহে এক চমৎকার এবং বিস্ময়কর জিনিস! সুকুন পাবলিশিং মননের এই জায়গাটায় পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে চায়। আমরা বিশ্বাস করি—মনের দখল মানে জীবনেরও বদলে যাওয়া।

চিন্তার বিকাশ

একজন মানুষ তো তা যা সে আসলে চিন্তা করে। চিন্তাকে বদলে দেওয়া গেলে বদলে দেওয়া যায় আস্ত মানুষটাকেই। মানুষের চিন্তার শুরু আর শেষের বিন্দুতে কেবলমাত্র ওহীর আলোর ঝলকানিই থাকবে—এই লক্ষ্যে কাজ করতে বদ্ধ পরিকর সুকুন পাবলিশিং।

আত্মার পরিশুদ্ধি

জগতের ভালো আর মন্দ সবকিছুর ভার বহন করতে হয় আত্মা নামক অদৃশ্য সত্ত্বাটাকে। তার ওপরেই জমে যাবতীয় শ্যাওলা। ফলে, প্রতিনিয়ত তাতে ঘষামাজার দরকার পড়ে। মানুষের আত্মার পরিশুদ্ধিতে বিশেষভাবে ভূমিকা রাখবে এমনসব কাজে সুকুন পাবলিশিং নিবেদিত হতে চায়।

ইসলামি পুনর্জাগরণ

ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত জীবনবিধান। ইসলামের মাঝেই শান্তি, নিরাপত্তা আর যাবতীয় নিশ্চয়তা। বাদবাকি সকল মতবাদ নিঃসন্দেহে ভ্রান্তি আর পথভ্রষ্টতা। সুকুন পাবলিশিং সমাজে ইসলামের পুনর্জাগরণের নিমিত্তে নিজেকে নিয়োজিত করতে চায় তাদের কাজ দিয়ে।

সুকুনের স্বপ্ন.

পবিত্র কুরআনুল কারীমের প্রথম নাযিল হওয়া শব্দ ছিল—পড়ো। পাঠের মধ্য দিয়েই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করেছেন জাহিলিয়াতের ঝেঁকে বসা অন্ধকার। দুনিয়াকে সুশোভিত আর সৌরভমণ্ডিত করেছেন কুরআনের নিবিড় অধ্যয়নের মাধ্যমেই।

সকল সভ্যতায় বিকাশের প্রধাণতম অনুষঙ্গই ছিল অধ্যয়ন তথা পাঠ। যে জাতি যতবেশি পড়ুয়া, সেই জাতির বিকাশের ধারা ততবেশি ক্রমবর্ধমান। অধ্যয়ন থেকে বিচ্যুতির অপর নামই হলো অবনতি।

দুনিয়াকে আলোকিত করতে নাযিল হওয়া কুরআনের সেই ঐশী পাঠকে মানুষের হৃদয়ের গহীন থেকে গহীনে পৌঁছে দিতে, সোনালি সময়ের সোনার মানুষগুলোর জীবনধারাকে মানুষের অন্তর মননে ধারণ করাতে, সুকুন পাবলিশিং অধ্যয়নের এই ধারাতে যোগ করতে চায় নতুন মাত্রা, ইন শা আল্লাহ। ঐশী জ্ঞানকে যুগের আধুনিকতার মোড়কে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপনের মাধ্যমে সুকুন হয়ে উঠতে চায় পাঠকের ভরসার কেন্দ্রবিন্দু। মহান রবই একমাত্র তাউফিকদাতা।

এক নজরে সুকুন

২০২৩

প্রথম বই প্রকাশ

২৫+

প্রকাশিত বইয়ের সংখ্যা

১০+

শিশুতোষ বই

২০+

প্রকাশের অপেক্ষায়

মোহাম্মাদ বিল্লাল হোসাইন

প্রকাশক, সুকুন পাবলিশিং

বিল্লাল হোসাইন একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও উদ্যোক্তা, বর্তমানে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (NITER)-এ সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। টেক্সটাইল প্রকৌশলে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (DUET) পিএইচ.ডি গবেষণায় নিয়োজিত আছেন। পাশাপাশি, শরিয়াহ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে সেন্টার ফর শরিয়াহ স্টাডিজ-এ অধ্যয়নরত।

তিনি প্রাইমএশিয়া ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক, সহকারী প্রক্টর ও প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং BUTEX-এ অতিথি শিক্ষক ছিলেন। শিল্পখাতে তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে ওপেক্স & সিনহা টেক্সটাইল গ্রুপে প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত থাকা।

বর্তমানে তিনি সুকুন পাবলিশিং-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জ্ঞানভিত্তিক ও নীতিনিষ্ঠ প্রকাশনার মাধ্যমে পাঠকসমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করছেন।

sukunpublishing.com/about-us/