

জাহান্নাম— অনন্ত অন্ধকারের জগৎ, যেখানে নেই কোনো আশার আলো, নেই মুক্তির কোনো পথ। কেবল চরম অনুশোচনা, চরম যন্ত্রণা আর চিরস্থায়ী পরিণতির ভয়ংকর রূপ। জাহান্নাম—এক শাস্তির অগ্নিগহ্বর, যার লেলিহান শিখা হৃদয়কে কাঁপিয়ে দেয়, আত্মাকে শিহরিত করে।
জাহান্নাম নামক এই অভিশপ্ত উপত্যকায় কোনো স্নিগ্ধ বাতাস নেই, নেই শান্তির এক ফোঁটা জল। সেখানে রয়েছে এমন আগুন, যার তীব্রতা দুনিয়ার আগুনের তুলনায় সত্তর গুণ বেশি। মানুষের চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া সৃষ্টি হবে। শাস্তির অনুভূতি কখনো লঘু হবে না। সেখানে থাকবে ফুটন্ত পানির ঝরনা, যা পান করতে গেলে গলা ছিন্নভিন্ন হয়ে যাবে, অন্ত্র বেরিয়ে আসবে।
‘জাহান্নাম যেমন হবে’ বইয়ে কুরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে জাহান্নামের প্রকৃতি, তার নামসমূহ, দরজার সংখ্যা, গভীরতা, অগ্নিত্তাপের তীব্রতা, শাস্তির রূপ এবং সেখানকার অধিবাসীদের অবস্থা। যারা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেতে চায়, তাদের জন্য রয়েছে নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় প্রার্থনার দোয়া এবং মুক্তির উপায়। কীভাবে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব? কোন গুনাহগুলো মানুষকে সেখানে নিয়ে যাবে? শয়তানের কী ভূমিকা? এসব অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইয়ের প্রতিটি অধ্যায়ে।
Reviews
Clear filtersThere are no reviews yet.