আপনি যখন বাবা

সন্তানকে সঠিক পন্থায় বড় করে তোলার সমৃদ্ধ গাইডলাইন।

লেখকড. করিম আশ শাযলী
ভাষান্তরআহমাদ তামজিদ
বিষয়বস্তুসন্তানের পরিচর্চা, আত্মার পরিচর্যা
সম্ভাব্য প্রকাশকালঅক্টোবর, ২০২৪ ইংরেজি

টাকা-পয়সা, বাড়ি-গাড়ি কিংবা অফুরান ক্ষমতা নয়, মৃত্যুর আগে যে মূল্যবান সম্পদ মানুষ দুনিয়াতে রেখে যেতে পারে তা হলো নেককার সন্তান-সন্তনি। এই সিলসিলা এতো চমকপ্রদ যে, মানুষ যদি এর গুরুত্ব বুঝতো, তাহলে সম্পদ, বাড়ি-গাড়ি আর ক্ষমতা লাভের নেশায় মত্ত না হয়ে, তারা নেককার সন্তান সন্তনি তৈরির জন্যে পাগলপারা হয়ে উঠতো।

আল্লাহর রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, মৃত্যুর সাথে সাথে বান্দার সমস্ত আমলের সুযোগ বন্ধ হয়ে যায়। অর্থাৎ, স্থগিত হয়ে যায় নতুনভাবে সওয়াব লাভের সকল পন্থাই। সালাত, সিয়াম, যিকির, হজ্ব সহ সমস্তকিছু। শুধুমাত্র বন্ধ হয় না তিনটে জিনিস—এমন নেককার সন্তান যে বাবা-মা’র মৃত্যুর পরে তাদের জন্য দুয়া করে, এমন উপকারি জ্ঞান যা থেকে তার মৃত্যুর পরেও মানুষ উপকৃত হয় এবং এমন সাদাকা যা মৃত্যুর পরেও মানুষের কাজে আসে।

আমাদের সকলের সুযোগ হয় না উপকারি জ্ঞান বিলি করার। দীর্ঘস্থায়ীরূপে টিকে যাবে এমন সাদাকা করাও অনেকের পক্ষে সম্ভব হয়ে উঠে না। কিন্তু সন্তান-সন্তনিকে নেককার হিসেবে গড়ে তোলা প্রায় সকলের পক্ষেই সম্ভব কারণ এটাতে অনেকবেশি যা দরকারি তা হলো—প্রচেষ্টা।

আপনি আপনার সন্তানকে তাহাজ্জুদ আদায়ে অভ্যস্ত করেছেন, আপনার সন্তান আপনার নাতিকে করাবে, আপনার নাতি অভ্যস্ত করাবে তার সন্তানকে। এভাবে যতোদিন সিলসিলাটা চলতে থাকবে, যদি তা কিয়ামত পর্যন্তও চলে—তাহলে এই যে এতো এতো মানুষ তাহাজ্জুদ আদায় করছে, হাজার কিংবা লাখ অথবা কোটি—তারা সকলে মিলে যে পরিমাণ সওয়াব লাভ করবে, আপনার আমলনামাতেও ঠিক ওই পরিমাণ সওয়াব যুক্ত হতে থাকবে প্রতিনিয়ত। কী চমকপ্রদ একটা ব্যাপার, তাই না?

একজন নেককার সন্তান গড়ে তোলা একটা ফলদায়ী গাছ রোপনের মতোই। সে যেমন ফল দেবে, ছায়া দেবে, তেমনি ঝড়ো বাতাসে সে আপনাকে আগলেও রাখবে। আমলের অপর্যাপ্ততার দরুন আখিরাতে আপনি যেসব জায়গায় আটকে যাবেন, হতে পারে দুনিয়া থেকে করা তার দুয়ার বদৌলতে আপনি সেসব জায়গা থেকে মুক্তি পেয়ে যাবেন।

একজন বাবা হিসেবে কীভাবে সন্তানকে আপনি বড় করবেন? কীভাবে উত্তম তারবিয়্যাহ দিয়ে তাকে পরিণত করবেন উপকারি সন্তানে যে আপনার জন্য হয়ে উঠবে সাদাকায়ে জারিয়াহর প্রধানতম উৎস? ড. করিম আশ শাযলী আপনার জন্য ঠিক সেই উপায়গুলোই একটা বইতে মলাটবদ্ধ করেছেন। সুন্দর আর যুগোপোযোগি উদাহরণ, জীবন থেকে নেওয়া ঘটনাবলী আর আমাদের সমৃদ্ধ সোনালি ইতিহাসের পাতা থেকে ধার করা জ্ঞানকে সামনে রেখে তিনি রচনা করেছেন এই অসাধারণ বইটি।

ইনশা আল্লাহ, ড. করিম আশ শাযলী হাফিজাহুল্লাহর রচিত বইটি সুকুন পাবলিশিং ‘আপনি যখন বাবা’ শিরোনামে তুলে দিতে যাচ্ছে বাংলাভাষী পাঠকদের হাতে। বইটি যদিও বাবাদের উদ্দেশ্য করে লেখা, কিন্তু প্রতিটি অধ্যায় সমানভাবে গুরুত্বপূর্ণ মায়েদের জন্যেও। একটি বিজয়ী এবং তাকওয়া-মুখর প্রজন্ম গড়ে তুলতে এই বইটি বাংলাভাষী মুসলিম উম্মাহর ব্যাপক উপকারে আসবে বলেই আমাদের বিশ্বাস, ইনশা আল্লাহ। মহান রব বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল করে নিন।