জান্নাত-জাহান্নাম সিরিজ
আল্লাহর অফুরন্ত নিয়ামতরাজির সমাহার জান্নাত এবং আল্লাহর ক্রোধের প্রকাশ জাহান্নামের সবিস্তার বর্ণনা সম্বলিত বই।
লেখক | আবু আম্মার মাহমুদ আল মিসরি |
---|---|
ভাষান্তর | মুহাম্মাদ কামরুল ইসলাম |
বিষয়বস্তু | আখিরাত, জান্নাত, জাহান্নাম |
সম্ভাব্য প্রকাশকাল | অক্টোবর, ২০২৪ ইংরেজি |
প্রতিটা যাত্রার একটা নির্দিষ্ট গন্তব্যস্থল থাকে। প্রতিজন মানুষ দিনশেষে কোথাও না কোথাও খুঁজে নেয় তার আশ্রয়। ঠিক একইভাবে, মাতৃগর্ভ হতে জন্ম নেওয়া প্রতিজন আদম সন্তানেরও রয়েছে একটি অনিবার্য ঠিকানা—হয় সে লাভ করবে অফুরন্ত নিয়ামতের জান্নাত; অথবা তাকে নিক্ষিপ্ত হতে হবে লেলিহান আগুনের জাহান্নামে। এই দু’য়ের বাইরে মানবের আর কোনো চূড়ান্ত গন্তব্যস্থল নেই।
জান্নাত আর জাহান্নাম হলো আল্লাহর দুটো সৃষ্টি এবং এই দুটোয় বিশ্বাস করা ঈমানের অপরিহার্য অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার রহমত, দয়া আর করুণার ফলাফল হলো জান্নাত। আর তাঁর ক্রোধের অন্তিম প্রকাশের নাম জাহান্নাম। জান্নাতের অধিবাসী হতে পারা এবং নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করাটাই একজন বিশ্বাসী মুসলমানের জীবনের চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষকে সম্মুখে রেখে একজন মুসলমান যেন তার গোটা জীবন পার করে—কুরআন আর হাদিস জুড়ে সেই আহ্বান আমরা পুনঃ পুনঃ দেখতে পাই।
জান্নাত লাভের তীব্র বাসনা অন্তরে লালন করা এবং জাহান্নাম থেকে মুক্তির বিষয়ে সর্বদা সজাগ থাকা একজন মুমিনের জন্য অবশ্য কর্তব্য। কিন্তু, কেউ যদি জান্নাত আর জাহান্নাম সম্পর্কে সবিশেষ না-ই জানে, জান্নাতের বাহারি নিয়ামতসমূহ এবং জাহান্নামের অনিঃশেষ দূর্ভোগের বিষয়ে কেউ যদি কোনো ধারণাই না রাখে, কীভাবে জান্নাত লাভের তাড়না আর জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে তারা সচেতন হবে? ঠিক এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের পরতে পরতে জান্নাতের নিয়ামতরাজি এবং জাহান্নামের ভয়াবহ আযাবের কথা উল্লেখ করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত অপার সৌন্দর্য আর নিয়ামতে ভরপুর। জান্নাতের সৌন্দর্য এতো বেশি আর এতো অকল্পনীয় যে, মানবমন তা কল্পনা করতেও ব্যর্থ হয়। জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ‘যা কোনো চোখ কখনো দেখেনি’।
একইভাবে জাহান্নামও অত্যন্ত ভয়ানক শাস্তির জায়গা। সেই শাস্তির মাত্রাও কোনো মানব-মস্তিষ্ক কল্পনা করে কূল পায় না।
আল্লাহর সৃষ্টি জান্নাত সম্পর্কে যতোবেশি জানা হবে, সেটা লাভের বাসনা ততোখানিই তীব্র হয়ে উঠবে মনে। অন্যদিকে জাহান্নামকে যতোবেশি চেনা যাবে, তা থেকে রেহাই পাওয়ার চিন্তাও সর্বদা জিইয়ে থাকবে অন্তরে। তাই, কুরআন আর হাদিস থেকে জান্নাত এবং জাহান্নামের যাবতীয় বর্ণনাকে একটা জায়গায় এনে যদি তা পাঠকের হাতে তুলে দেওয়া যায়, তাহলে সেটা হয়ে উঠে দারুন এক সংকলন।
ঠিক এই কাজটিই করেছেন আরবের প্রখ্যাত দাঈ শাইখ আবু আম্মার মাহমুদ আল মিসরি হাফিজাহুল্লাহ। কুরআন আর হাদিস চষে তিনি জান্নাত জাহান্নামের যাবতীয় বর্ণনাকে একটা মলাটে এনেছেন। তবে, গতানুগতিকভাবে সংকলন না করে, প্রতিটা বর্ণনার সাথে লেখক জুড়ে দিয়েছেন প্রাসঙ্গিক আলাপও। ফলে, কুরআনের আয়াত আর হাদিসের ধারাবাহিক বর্ণনা না হয়ে, এটি হয়ে উঠেছে একটি সুখপাঠ্য গ্রন্থ।
শাইখ আবু আম্মার মাহমুদ আল মিসরি হাফিজাহুল্লাহর রচিত এই অনবদ্য সিরিজটিকে দুই মলাটে, ‘জান্নাত যেমন হবে’ এবং ‘জাহান্নাম যেমন হবে’ নামে বাংলাভাষী পাঠকের হাতে তুলে দিতে যাচ্ছে সুকুন পাবলিশিং, ইনশা আল্লাহ। আমরা অত্যন্ত আশাবাদী যে, জান্নাত আর জাহান্নাম বিষয়ে একটি দারুন সংকলন আমরা পাঠকের হাতে তুলে দিতে পারবো, ইনশা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাউফিকদাতা।