যেভাবে ঘটেছিল কারবালা
কারবালা—এক বেদনাবিধুর ঘটনা ইসলামের ইতিহাসে। এক সুগভীর বিষাদময়, যাতনায় জর্জরিত ঘটনা৷ ইসলামের চতুর্থ খলিফা আলি রাদিয়াল্লাহু আনহুর কনিষ্ঠ পুত্র, নবিজির কলিজার টুকরো দৌহিত্রের নির্মম প্রয়ানের ঘটনাকে সঠিক ইতিহাসের আয়নায় তুলে ধরবে—‘যেভাবে ঘটেছিল কারবালা’ বইটি।
লেখক | ড. মুহাম্মাদ বিন আব্দুল হাদি আশ-শায়বানি, মুহাম্মাদ সালিম আল-খাযির |
---|---|
ভাষান্তর | শাব্বির আহমাদ সালিম |
বিষয়বস্তু | ইতিহাস |
সম্ভাব্য প্রকাশকাল | জুন, ২০২৫ ইংরেজি |
কারবালা—আমাদের ইতিহাসে এক বেদনাবিধুর ঘটনার নাম। ইসলামের ইতিহাসে এমন কালোরাত, এমন নিষ্ফল দিন আর দুঃখ ভারাক্রান্ত মুহূর্ত খুব বেশি আসেনি।
এই দিন কতিপয় যালিমদের হাতে শাহাদাত বরণ করেছেন প্রিয় নবি সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
হোসাইনকে নবিজি এতো ভালোবাসতেন যে, সর্বদা যেন চোখে হারাতেন। জান্নাতের যুবকদের সর্দার, প্রিয় নবির প্রিয় কলিজার টুকরো নাতি, জান্নাতী রমনিদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নাড়িছেঁড়া ধন, ‘আল্লাহর সিংহ’ বলে খ্যাত আলি রাদিয়াল্লাহু আনহুর প্রাণাধিক প্রিয় পুত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিনটাতে প্রাণ হারান একদল নরাধম, নরপিশাচের হাতে।
নিঃসন্দেহে, ইসলামের ইতিহাসে এটি এক রক্তিম, এক কালো অধ্যায়ের নাম।
তবে, পরিতাপের বিষয় হলো, আজ থেকে প্রায় সাড়ে তের’শো বছর আগের বেদনাসিক্ত এই ইতিহাসকে ঘিরে ঘটেছে অনেক বিকৃতি। স্বার্থান্বেষী মহল তাদের নিজ নিজ স্বার্থের জন্য বানিয়ে নিয়েছে ইতিহাস এবং ঘটনায় কখনো দিয়েছে রঙ, আবার কখনোবা রঙের জায়গায় করেছে ধুলিমলিন। ফলে, কারবালার সঠিক ইতিহাস যে আসলে কী—তা নিয়ে অনেকসময় পাঠকেরা অনেক দ্বিধাদ্বন্দের মাঝে পড়ে যান।
পাঠকদের এই দ্বিধাদ্বন্দ্ব কাটাতে, ইতিহাসের সঠিক পরম্পরায় কারবালার সঠিক ইতিহাস তুলে আনতে সুকুন পাবলিশিং প্রকাশ করতে যাচ্ছে এমনই এক কালোত্তীর্ণ বই যা একইসাথে পাঠককে যেমন জানাবে জান্নাতের সর্দার, প্রিয় নবির দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনী, তেমনই তাদের সামনে সুপ্রাচীন এবং সুপ্রমাণিত ইতিহাসের আলোকে তুলে আনবে কারবালার সঠিক ইতিহাস।
হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফার যাওয়ার জন্য কুফাবাসীর নিমন্ত্রণ পত্র লাভ করেন, তখন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনু আব্বাস, ইবনুল উমার, আবু সাঈদ খুদরি, জাবির ইবনু আবদিল্লাহ সহ আরও অনেক সাহাবিগণ উনাকে কুফার যেতে বারণ করেন। রাদিয়াল্লাহু আনহুমা।
তাদের বারণ সত্ত্বেও তিনি কুফার দিকে রওনা করেন এবং তারপর ঘটে ইতিহাসের এই নির্মম ঘটনা।
কারবালার এই ঘটনা পরিক্রমা, ঘটনা পরম্পরা কীভাবে কীভাবে ঘটেছিল, ইতিহাসের জল কোথা থেকে কোথায় গিয়ে গড়াল—ইত্যাদি সব খুঁটিনাটি জানতে আমাদের ‘যেভাবে ঘটেছিল কারবালা’ বইটি হতে পারে পাঠকের সংগ্রহে এক অনবদ্য সংযোজন, ইন শা আল্লাহ। বইটি খুব শীঘ্রই প্রকাশিত হবে, ইনশা আল্লাহ।
পাঠকের কাছে আমরা বেদনাবিধুর এই ইতিহাস আখ্যানের সঠিক রূপ তুলে ধরতে পারব বলে বিশ্বাস করি, ইনশা আল্লাহ৷ মহান রবই একমাত্র তাউফিকদাতা।