প্রিয় রব সিরিজ
কীভাবে সেই মহামহিম রবের সাথে সম্পর্ক গড়তে হয়? কীভাবে নির্ভর করতে হবে সেই অমুখাপেক্ষী রবের উপর, তা কি আমাদের জানা? কোন আমলগুলোকে সেই মহামহিম রব অত্যধিক পছন্দ করেন, সেসব বিষয়ে আমরা কি ওয়াকিবহাল? এ সকল বিষয় নিয়েই রচিত এই সিরিজটি।
লেখক | শাইখ আহমাদ বিন নাসির আত তাইয়ার, আহমাদ বিন আবদুর রহমান আস সুয়ান, আবদুর রহমান বিন মুহাম্মাদ আল মিসরি |
---|---|
ভাষান্তর | উস্তায মুকাররম হাসান, নাজমুল এহসান, শাব্বির আহমাদ সালিম |
বিষয়বস্তু | আত্মশুদ্ধি, আমল ও ইবাদাত, আত্মার পরিচর্চা |
সম্ভাব্য প্রকাশকাল | জুলাই, ২০২৫ ইংরেজি |
‘রব’ শব্দটার সাথে তাই আমাদের রয়েছে একটি আত্মিক, অপার্থিব টান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমাদের রব৷ এই মহামহিম রবের সাথে যে বান্দার সম্পর্ক যতো গভীর আর গাঢ়, তার জীবনে আনন্দ আর প্রফুল্লতা ততো বেশি।
আমরা কি জানি, কীভাবে সেই মহামহিম রবের সাথে সম্পর্ক গড়তে হয়? কীভাবে নির্ভর করতে হবে সেই অমুখাপেক্ষী রবের উপর, তা কি আমাদের জানা? কোন আমলগুলোকে সেই মহামহিম রব অত্যধিক পছন্দ করেন, সেসব বিষয়ে আমরা কি ওয়াকিবহাল?
প্রিয় পাঠক, রবের সাথে একটি সুন্দর সম্পর্ক স্থাপনের কার্যকর পদ্ধতি হিসেবে আমরা তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েছি— কীভাবে রবের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, কীভাবে নির্ভর করতে হবে রবের উপর এবং কোন আমলগুলো রবের অধিক প্রিয়।
এই তিন বিষয়কে সামনে রেখে ‘প্রিয় রব সিরিজ’ নামে আমরা প্রস্তুত করেছি একটি অসাধারণ সিরিজ যেখানে এই তিনটি বিষয়ের ওপর আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে।
১. ‘রবের সাথে সম্পর্ক’, লিখেছেন শাইখ আহমাদ বিন নাসির আত তাইয়ার।
২. ‘রবের উপর নির্ভরতা’, লিখেছেন আহমাদ বিন আবদুর রহমান আস সুয়ান।
৩. ‘রবের প্রিয় আমল’, লিখেছেন আবদুর রহমান বিন মুহাম্মাদ আল মিসরি।
‘প্রিয় রব সিরিজ’ এর তিনটি বই আমাদেরকে রবের সাথে আরও মজবুত, আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে, ইন শা আল্লাহ।